
স্টাফ রিপোর্টার ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১২ আগস্ট, ২০২৫ তারিখে বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা, এখানে মেধার চর্চা করা হয়, মেধা লালন করতে হয় এবং অধ্যবসায় মিলিয়ে একটি বড় যাত্রা শেষ করতে হয়। তোমাদের যাত্রাটা মাত্র শুরু হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, সফলভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি এবং ১৯টি বিশ্ববিদ্যালয়ে একসাথে ক্লাশ শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।
এসময় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদসহ আইসিটি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।