
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে গভীর রাতে ২টি ট্রাকে আগুণ দিয়েছে দুস্কৃতকারীরা। সোববার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুইচতারা গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় দেলদুয়ার থানায় অজ্ঞাত দুস্কৃতকারীদের মধ্যে অভিযোগ দায়ের করেছেন ট্রাকের মালিক মিলটন মিয়া।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা সু-পরিকল্পিতভাবে অর্থনৈতিকভাবে ক্ষতি সাধনের জন্য স্কুল মাঠে পার্ক করা গাড়িতে আগুণ দেয়া হয়েছে। এতে আমার ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুণ দেয়ার ঘটনা দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুণে গাড়ি দুটির ইঞ্জিন, বডি ও অভ্যন্তরীণ যন্ত্রাংশ সম্পূর্নভাবে পুড়ে যায়। গাড়ি দুটি ছিল আমার জীবন-জীবিকার অবলম্বন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, গাড়িতে আগুণ দেয়ার ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে।