
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে মর্নিং ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজনে শহরের স্টেডিয়াম পাড়ায় নতুন মাত্রা পেয়েছে। জেলার সাবেক জাতীয়, জেলা দল ও লীগের সাবেক ও বর্তমান ফুটবলার এবং সকালের ক্রীড়ামোদী সৌখিন ফুটবলারদের নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে মিনিবারে ৮টি দলের জমজমাট ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (১৬ আগস্ট) টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। সবগুলো খেলা সকালে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঈদগাঁহ মাঠ ফুটবল এসোসিয়েশন আয়োজিত মনিং ফুটবল টুর্নামেন্টে যে সমস্থ ফুটবল দল অংশগ্রহণ করছে তা নদীমাতৃক বাংলার বিভিন্ন নদীর নামে দল ঘোষনা করা হয়েছে। দলগুলো হলো- পদ্মা, মেঘনা, লৌহজং, সুরমা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্নফুলী ও ধলেশ্বরী দল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলই সমশক্তির দল। এই টুর্নামেন্টে টাঙ্গাইলের সাবেক জাতীয় দল, জেলা দল, লীগের সাবেক ও বর্তমান ফুটবলাররা ছাড়াও সকালের সৌখিন ফুটবলাররা অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রীড়াপ্রেমী দক্ষ ফুটবলার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, এডিসি রেভিনিউ শফিকুল ইসলাম, এডিএম মাহবুব হাসান নয়ন, সদরের এসিল্যান্ড মকবুল হোসেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম অংশগ্রহণ করছে।
এছাড়া ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার গোবিন্দ চন্দ্র, ঢাকা প্রিমিয়ার লীগের সাবেক খেলোয়ার শিমুল খান, বজলুর রহমান, জাহিদ তারেক খান জুয়েল, আহসানউল্লাহ খান সোহেল, সাংবাদিক ইফতেখারুল অনুপম, ক্রীড়ামোদী ডক্টর পিনাকী দে ছাড়াও আছেন ডাক্তার নজরুল ইসলাম, হায়দার আলী, শরিফুল ইসলাম, আব্দুল্লাহ, হাসান আলী, হরি মোহন সরকার, আতিকুর রহমান আবিব, আরিফ আকন্দ, টয় খান, তরুণ ইমারতের সমন্বয়ে প্রতিটি দলই শক্তিশালী।
নদীর নামে দলগুলোর খেলোয়াড়দের পূনার্ঙ্গ তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে টুর্নামেন্ট পরিচালনা কর্তৃপক্ষ। সুরমা দল- মোকাদ্দেস তালুকদার (ম্যানেজার), নকিব, মাসুদ রানা-২, দুলাল, আতিকুর রহমান, আব্দুল আলীম, ইসমাইল হোসেন, গোলাম ফারুক, বিজয় কর্মকার, সুশান্ত রায়, মজিবর রহমান, হাজী সোহেল, ছানোয়ার হোসেন (প্রফেসর) ও মোতালেব হোসেন।
লৌহজং দল- নাজমুল ইসলাম (ম্যানেজার), বিশ্বজিৎ নিয়োগী, আরিফুল ইসলাম, মির্জা টিপু, সুলতান মাহমুদ, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, আলিম আকন্দ, সুজিত কুমার, আশরাফ আলী, সঞ্জয় বসাক, রফিকুল ইসলাম, হামিদুর রেজা সজল।
মেঘনা দল- মকবুল হোসেন (এসিল্যান্ড), ডাক্তার হায়দার আলী (ম্যানেজার), ডক্টর পিনাকী দে, ডাক্তার শরিফুল ইসলাম, সাংবাদিক ইফতেখারুল অনুপম, ডাক্তার আব্দুল্লাহ, আরিফ আকন্দ, সংগ্রাম, পবিত্র, আবু সুফিয়ান উজ্জল, হাবিবুর রহমান হাবিব, আল আমিন কাজী, ইমতিয়াজুল ইসলাম ও দরুল হুদা।
ব্রক্ষ্মপুত্র দল- আব্দুল্লাহ আল মামুন (এডিসি জেনারেল), ডাক্তার নজরুল ইসলাম, জাহিদ তারেক খান জুয়েল, বজলুর রহমান, গোবিন্দ চন্দ্র সরকার, সুব্রত ধর, মতিউর, আব্দুল্লাহ আল সামছ (মিশু), আলহাজ্ব, আক্তারুজ্জামান সজিব, হালিম, ছানোয়ার, লিটন (পুলিশ) ও উৎপল কর্মকার।
কর্ণফুলী দল- মাহবুব হাসান নয়ন (এডিএম), ডাক্তার হরি মোহন (ম্যানেজার), এমদাদ হোসেন, প্রশান্ত সেন, টয় খান, সুমন কুমার, দেলোয়ার হোসেন, সৈয়দ বেলাল, সাইফুল আকন্দ, কাজী নোমান, আশিক, রাসেল খান, গৌর সুন্দর, উজ্জল হোসেন ও বিষ্ণু রায়।
পদ্মা দল- শফিকুল ইসলাম (এডিসি রেভিনিউ), হাজী হাবিবুর রহমান আলমগীর (ম্যানেজার), শিমুল খান, গোবিন্দ বনিক, এম এ হক খান আয়নাল, সোহেল রানা (শান্তি) আতিকুর রহমান, মঈন উদ্দিন, মাহমুদ মামুন, মাসুদ রানা, মহিউদ্দিন সরকার, জহিরুল ইসলাম ও সোলায়মান।
যমুনা দল- রফিকুল ইসলাম (জেলা ক্রীড়া কর্মকর্তা), আহসান উল্লাহ খান সোহেল (ম্যানেজার), ডাক্তার হাসান আলী, নুর এ আলম ভূইঁয়া, কবির হোসেন (নাজির), ইমরান হোসেন, শফিকুল ইসলাম শফি, আরিফুর রহমান, মজিবুর রহমান, ইমারত হোসেন, ইমাম হোসেন, শাহেদ রাতুল, ইদ্রজিৎ সরকার ও তোরাব হোসেন।
ধলেশ্বরী দল- আব্দুল জলিল (ম্যানেজার), নবীন সরকার, আব্দুল কাদের, শাকিল মাহমুদ, আব্দুস সালাম, সোহানুর রহমান সজিব, রঞ্জিত রায়, গোবিন্দ (স্বর্নকার), এ্যাডভোকেট আনিসুর রহমান, রঞ্জিত কর্মকার, জাহাঙ্গীর আলম, স্বপন কুমার, লিটন কুমার ও স্বপন মিয়া।