মধুপুর প্রতিনিধি ॥
কোমলমতি শিক্ষার্থীদের প্রাণের প্রতিষ্ঠান হচ্ছে তার বিদ্যাপিঠ। শিক্ষালয় যদি ফুলের সৌরভে শোভাসিত হলে,তাতে শিশু মন ভালো থাকবে। প্রতিষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রকৃতির সাথে গড়ে উঠবে শিশুদের নিবিড় সর্ম্পক। আর যদি সৌন্দর্য বর্ধন হবে, প্রতিষ্ঠানটি হয়ে উঠবে সুন্দর। তাই প্রতিষ্ঠানে কৃষ্ণচুড়া জারুল ও সোনালু গাছের তিনটি চারা রোপন কার্যক্রম গ্রহন করেছে জেলা প্রসাশন। এ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে ১১০ টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল সরকারি অফিস প্রাঙ্গণে একযোগে তিনটি দৃষ্টিনন্দন দেশী ফুলের কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছ রোপণ করা হচ্ছে।
সচেতন নাগরিকের অঙ্গীকার,প্রকৃতি ও পৃথিবী রক্ষার, এ প্রতিপাদ্যকে ধারণ করে বিদ্যালয় গুলোতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রসাশনের আয়োজনে উপজেলার শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে জারুল, কৃষ্ণচুড়া ও সোনালু গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:শহীদুজ্জামান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৗশলী ইমরান হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজি নূর রাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, টাঙ্গাইল জেলার কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ রোপন হচ্ছে। উপজেলাকে প্রাকৃতিক সৌন্দর্য শোভিত পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে বিকশিত করাই আমাদের প্রত্যাশা । বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নিজ নিজ প্রাঙ্গনকে শোভিত করার এই প্রয়াসে সবাইকে তিনি স্বাগত জানান।