স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লার সঞ্চলনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাও মো. যুবায়ের।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন, মাসুদুর রহমান লিয়াকত, সদস্য শফিরউদ্দিন আরজু, সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন।
নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুল ইসলাম মনি প্রমুখ।
এ সময় নাগরপুর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।