
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বলেছেন, আমরা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত কিন্ত আর কোন স্বৈরশাসক বাংলার মাটিতে পয়দা হতে দিব না। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছি। হাসিনার শত শত পুলিশ আমাদের ধমাতে পারে নাই। ফেরাউনের মতো একটি লেডিস ফেরাউন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোথাও কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি চলবে না। কাঁচা বাজার, হাটবাজার সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করা চলবে না।
শুক্রবার (১৫ আগস্ট) নিজের নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ট্রাক প্রতিকের মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করা হয়। পরে মির্জাপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দক্ষিণ অঞ্চলের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ট্রাক প্রতিকের প্রচারনা চালান তিনি।
তোফাজ্জল হোসেন আরও বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টন সকল ধর্মের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করবে। ধর্মের মধ্যে কোন বিবাজন করতে দেয়া হবে। যার যার ধর্ম সেই সেই পালন করবে। একটি নিরাপদ দেশ ও মির্জাপুর উপহার পেতে আগামী নির্বাচনে ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিকের সাথে থাকার আহবান জানান। ট্রাক প্রতিকে নির্বাচিত হলে সরকারি উন্নয়ন কাজের পাই টু পাই হিসেব জনগণের সামনে উপস্থাপন করা হবে।