
স্টাফ রিপোর্টার।। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরেরর কবি নজরুল সড়কে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন “সোনার বাংলা” প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে আলোচনা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এসময় কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।