
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল জেলায় গৃহায়ন তহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সেতু কনফারেন্স রুমে গৃহায়ন তহবিল এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহফিলের ফান্ড ম্যানেজার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন, সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)’র নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র পরিচালক (মানব সম্পদ) মির্জা সাকিফ হোসেন। সভায় টাঙ্গাইল অঞ্চলের ৩৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা(এনজিও)’র নির্বাহী পরিচালক,প্রতিনিধি,সেতুর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।