
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুম্মার নামাজের পর টাঙ্গাইল পৌর শহরের পুরাতন কোর্ট মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।