
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে শনিবার (১৬ আগস্ট) সনাতন হিন্দু ধর্মাবল্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়। সকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গনে কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রীশ্রী কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবল্বী নারী-পুরুষরা অংশ নেন। শোভাযাত্রা শেষে পুজাচ্চর্না, পরমেশ্বর শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।