
মধুপুর প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম শুভ জন্মদিনে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
মধুপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক সম্পাদক এম উবায়দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন।
আলোচনা সভা শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক এম উবায়দুল্লাহ। এ সময় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।