
স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ুর পাশাপাশি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ, ১৯৯০ সালের গণআন্দোলনের শহীদ এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনাও করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, কালিহাতী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন পারখী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।