দেলদুয়ার প্রতিনিধি ।। টাঙ্গাইলের দেলদুয়ারে রাফি মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লাউহাটী উনিয়নের চর লাউহাটী আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। রাফি ওই এলাকার মো. রানা মিয়ার ছেলে। রানা মিয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পেয়ে পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান বলেন, আশ্রয়ন প্রকল্পের বসত ঘরের ধন্যার সঙ্গে রাফি মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শনিবার (১৬ আগস্ট) রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। রবিবার (১৭ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।