
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন আতিকুর রহমান আতিক। সে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হলের সাবেক সভাপতি। জননেতা আতিকুর রহমান আতিক টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী ।
শনিবার (১৬ আগস্ট) বিকালে দপ্তিয়র বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও পথসভা শেষে আলহাজ¦ নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি। দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল আক্তারের সঞ্চলনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতিকুর রহমান আতিক।
লিফলেট বিতরণ কালে নাগররপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটিসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক বলেন, আমি ছাত্র রাজনৈতিক থেকে বিএনপিতে আছে। বিএনপির দূরসমায়ে নেতাকর্মীর পাশে ছিলাম এখনো আছি। সকলেই ঐক্যবদ্ধ থেকে ধানে শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।