
স্টাফ রিপোর্টার ॥
“মাদক ছাড়ি, বল ধরি-স্বপ্ন দেখে মাঠ ভরি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের মাগন্তীনগর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগন্তীনগর স্পোর্টস একাডেমীর আয়োজনে শনিবার (১৬ আগস্ট) বিকেলে মাগন্তীনগর শান্তিরানী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময় শেষে ময়মনসিংহ ভাইপারস একাদশ (৩-২) গোলে টাঙ্গাইল টাইটানস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এদিকে মাঠ জুড়ে দর্শকদের উল্লাসে উৎসবের আমেজ তৈরী হয়। প্রতিটি গোলের সঙ্গে মাঠ কেপে ওঠে করতালিতে । খেলা শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতি আক্রমনে দর্শকরা দারুন উপভোগ করেন ফাইনাল ম্যাচটি।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ। এতে সভাপতিত্ব করেন বেরীবাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল রিসিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বেরীবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন চিসিম। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শুরু হওয়ার পর পরই মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠান সঞ্চালনা ও ক্রিড়া ভাষ্যকার হিসেবে ছিলেন আবুবক্কর সিদ্দিক। শেষ মুহূর্ত পযন্ত টানটান উত্তেজনায় ভরা ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ময়মনসিংহ ভাইপারস একাদশের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে উঠে।