স্টাফ রিপোর্টার ॥
সম্প্রতি গুচ্ছভুক্ত ২/১টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও ভর্তিও পরবর্তী মাইগ্রেশন সম্পর্কিত আবেদন পাওয়া গিয়েছে। সে প্রেক্ষিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস-চ্যান্সেলরদের নিয়ে গঠিত ভর্তি কমিটির ২০তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা মোতাবেক ভর্তির পরবর্তী কার্যক্রম নিয়ে একটি বিবৃতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী কমিটির আহবায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (২০২৪-২৫) এর ভর্তিও আবেদন ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় এ মর্মে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আসন শূণ্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি ব্যতিত চারটি মাইগ্রেশন অর্থ্যাৎ ভর্তিসহ মোট পাঁচটি পর্যায় সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয় সমূহে গত (১১ আগস্ট) থেকে ক্লাস শুরু হয়েছে। অদ্যবধি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচশ’ আসন শূণ্য রয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ভর্তিও পাঁচটি পর্যায় সম্পন্ন এবং ক্লাস শুরু হওয়ায় ভর্তিকৃত আন্ত:বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রদান করা সমীচিন হবে না।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় সমূহে অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুযায়ী শূণ্য আসনগুলো পুরণ করা হবে। সেক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিষয় মাইগ্রেশন চালু থাকবে। শূণ্য আসনগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ ঘোষিত সিডিউল অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এ বিষয়ে সকলের সহযোগিতাকাম্য।