দেলদুয়ার প্রতিনিধি ।। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা আব্দুল্লাহ্ আল নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, জামায়াতের উপজেলা আমির আল মোমেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ।