স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। মামলা নিষ্পত্তি, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল, বিপুল পরিমান মাদক উদ্ধার করায় তাকে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা করা হয়।
সোমবার (১৮ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা তুলে দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
এছাড়া হত্যা মামলার রহস্য উন্মোচিত করে পুরস্কৃত হয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল রানা।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে মির্জাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কাজের স্বীকৃতি পাওয়ায় কাজের গতি বাড়িয়ে দিবে।