মনিনুল হক ॥
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কান্দিলা মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন, শেরেকুল ইসলাম, আব্দুস সালাম, রেজাউল হাসনাত শিল্পী, সাইফুল ইসলাম বাবু, নাঈম আদনান মাহমুদ, সানাউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
গাছের চারা বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।