
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রায় সব বাজারগুলোতেই কাঁচা মরিচের একই অবস্থা।
বাজার ঘুরে দেখা যায় ও ব্যবসায়ীরা জানান, বাইরে থেকে মরিচ আমদানি হলেও স্থানীয় বাজারে সরবরাহ কম থাকায় দাম হঠাৎ বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন বাজার নিয়ন্ত্রণে কেউ নজরদারি করছে না। এ অবস্থায় বিক্রেতারা সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নিচ্ছেন।
ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি কম থাকায় দাম বেশি হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন আগেও ২৫০ গ্রাম মরিচ ২০ টাকায় বিক্রি হলেও এখন হঠাৎ করে আকাশছোঁয়া দাম চাওয়া হচ্ছে।
এদিকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারের কোন অভিভাবক না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন। আমরা বাজারে এসে হিমশিম খাচ্ছি। নানা অজুহাতে মরিচসহ বিভিন্ন পণ্যের দাম বেশি হাকাচ্ছে।
এ বিষয়ে সাগরদিঘী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রিজভী জানান, বিষয়টি জানার পর খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।