স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বুধবার (২০ আগস্ট) বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগন এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
মেডিকেল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং অন্যান্য আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে লাইসেন্স না থাকা, জনভোগান্তি, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে অপসারণ না করা, ভুয়া ডাক্তার, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও চিকিৎসার মান নিশ্চিত না করাসহ বিভিন্ন অপরাধ চিহ্নিত করা হয়।
এ অভিযানে মোট ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও লাইসেন্স প্রাপ্তি ও চিকিৎসার মান বজায় রাখা সাপেক্ষে ক্লিনিক পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।