স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী আমজাদ মেম্বার (৪৫) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন ঈদগাঁ মাঠের দক্ষিন পাশ হতে তাকে গ্রেপ্তার করে সিপিসি-৩, র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের (৪ আগস্ট) টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী আগ্নেয়াস্ত্র পিস্তল, শর্টগান এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমন করে।
এতে লাল মিয়া (৩০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে লাল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হয়ে তিনি গত বছরের (৩১ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আমজাদ মেম্বার উক্ত মামলার ১২৫ নং এজাহারভুক্ত আসামী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।