স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী লৌহজং নদীকে দূষণমুক্ত রাখতে টাঙ্গাইল পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
লৌহজং নদীর স্টেডিয়াম ব্রীজ থেকে বেড়াডোমা ব্রীজ পর্যন্ত জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, স্থানীয় বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলে নদীটিকে দুষিত করে ফেলেছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি নদীকে দূষণমুক্ত করতে টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২১ আগস্ট) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে।