
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে কচুয়া রোডের মা ও শিশু কেয়ার ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স তাকওয়া এন্টারপ্রাইজে মুল্য তালিকা না ঝুলানো, ক্রয় রশিদ না থাকা ও লাইসেন্সের মেয়াদ না থাকায় আর্থিক জরিমানা করা হয়।
এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।