
স্টাফ রিপোর্টার ॥
জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইল এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।
কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইল এর সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনীক রহমান বুলবুল ও জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক মনোয়ার মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট বিপ্লব অংশগ্রহণকারী ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।