স্টাফ রিপোর্টার ॥
র্যাব-১৪ এর ৩নং কোম্পানির অভিযানে ঢাকার উত্তরা থানার ৩০ মাসের সাজাপ্রাপ্ত এবং টাঙ্গাইল সদর থানার ১২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২২ আগস্ট) সিপিসি-৩, টাঙ্গাইল র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি দল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবেদ আলী মার্কেট লক্ষিনদার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার উত্তরা থানার মামলায় আদালত হতে ৩০ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এস এম তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিসাবর গ্রামে।
অপর একটি অভিযানে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি দল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে টাঙ্গাইল পৌর শহরের কুমুদিনী কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে টাঙ্গাইল সদর থানার মাদক মামলায় আদালত হতে এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা দন্ড প্রাপ্ত। অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সুজন আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামে।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মধুপুর ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।