
স্পোর্টস রিপোর্টার ॥
মেঘলা দিনে মেঘনা ফুটবল দলের কাছে ক্ষয়ে যাওয়া লৌহজং নদীর মতো লৌহজং ফুটবল দলও ভুল সময়ে গোলরক্ষক পরিবর্তনের একটি মাত্র ভুলের খেসরাতে বৃষ্টির ফোঁটার সাথে পরাজয়ের অশ্রু বিসর্জন দিয়েছে।
টাঙ্গাইল স্টেডিয়ামে ঈদ গাঁ মাঠ ফুটবল এসোসিয়েশন আয়োজিত মনিং মিনি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার (২৩ আগস্ট) সকালে মেঘলা আবহাওয়ায় ১নং গ্রুপের মেঘনা দল বনাম লৌহজং ফুটবল দলের গতিময় ও তীব্র প্রতিন্দ্বন্দিতাপূর্ন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মেঘলা আবহাওয়ায় খেলা শুরুর সাথে সাথে আকাশও কেঁদে ফেলে মাঠে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটায় আক্রমন ও পাল্টা আক্রমনে মিনি গোলবারের ফুটবলের ম্যাচ জমে উঠে। মাঠের পাশেই আন্তর্জাতিক কাবাডি খেলার দর্শকরাও এই আকর্ষনীয় ফুটবল ম্যাচের দর্শক হয়ে যায়।
খেলার প্রথমার্ধে দু’লের কেউ কাঙ্খিত গোলের ঠিকানা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে লৌহজং দলের গোলরক্ষক আশরাফ আলীর পরিবর্তন নিয়ে খেলা শুরু হয়। বৃষ্টি ভেজা ভারী কাঁদা মাঠে দু’দলই আক্রমন করে খেলতে থাকে। তবে দু’দলের আক্রমন ও রক্ষণভাগেই সীমাবদ্ধ থাকে। তবে খেলার ৩৭ মিনিটের সময় একটি বিক্ষিপ্ত আক্রমন থেকে মেঘনা দলের স্টাইকার ইমতিয়াজ ফাঁকায় দাঁড়িয়ে থাকা লৌহজং পেনাল্টি বক্সে দরুল হুদাকে পাস দিলে দরুল হুদা পরিবর্তিত গোলরক্ষককে বোকা বানিয়ে একটু সময় নিয়ে বল গোলবারে পাঠিয়ে দেন। এতে করে মেঘনা দল (১-০) গোলে এগিয়ে যায়।
খেলায় পিছিয়ে পড়ে লৌহজং ফুটবল দল আক্রমন করে খেলতে থাকে। কিন্তু হালকা বৃষ্টির মধ্যে ভারী প্রতিপক্ষের বিপক্ষে গোল পরিশোধ করতে পারেনি।
টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে টানা দুটি ম্যাচ জয়লাভ করে মেঘনা দল পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যায়। অপরদিকে লৌহজং ফুটবল দল একটি পরাজয় এবং একটি ম্যাচ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- মেঘনা ফুটবল দল- ডাক্তার হায়দার আলী, ডাক্তার শরিফুল ইসলাম, ইফতেখারুল অনুপম, ডাক্তার আব্দুল্লাহ, আরিফ আকন্দ (অধিনায়ক), সংগ্রাম, পবিত্র, আবু সফিয়ান উজ্জল, হাবিব, আল আমিন কাজী, ইমতিয়াজ ও দরুল হুদা।
লৌহজং ফুটবল দল- নাজমুল ইসলাম, বিশ্বজিৎ, আরিফুল, মির্জা টিপু (অধিনায়ক), সুলতান মাহমুদ, মাজহারুল, রফিকুল, আলিম আকন্দ, সুজিত কুমার, আশরাফ আলী, সঞ্চয় বসাক ও সজল।
রেফারী- মোহাম্মদ মাসুদ, সহকারী রেফারী- মমিনুর রহমান ও মমিনুল ইসলাম।
রোববার (২৪ আগস্ট) সকালে খেলায় অংশগ্রহণ করবে- কর্ণফুলী ফুটবল দল বনাম ব্রক্ষ্মপুত্র ফুটবল দল।