দেলদুয়ার প্রতিনিধি ॥
সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমি পরিসেবায় দায়িত্ব পালন করায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন দেলদুয়ার উপজেলা ভূমি অফিসের রফিকুল ইসলাম। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের ভূমি সেবা বিষয়ক পুরস্কার প্রদান নীতিমালা-২০২৫ এর আলোকে তাকে পুরস্কারে ভূষিত করা হয়।
রোববার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের সভাকক্ষে রফিকুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
অনুষ্ঠানে ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।