
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে শিশু নাতীকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দাদী। দূর্ঘটনায় নিহতের নাম রাবেয়া বেগম (৬০)। নিহত রাবেয়া বেগম ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।
রোববার (২৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মানিক মিয়া জানান, বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা মাদরাসায় আবাসিকের ছাত্র নিহতের ছেলের ঘরের সন্তান। ওই শিশু নাতীকে দেখতে আসছিলেন রাবেয়া বেগম। মধুপুরে নেমে অটোরিক্সায় মাদরাসার দিকে যাচ্ছিলেন। বড়বাইদ এতিমখানা মাদরাসার কাছে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়ে অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ বিষয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে । এছাড়া দূর্ঘটনায় কবলিত পিকআপ ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনেরা আসলে আইনিপ্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।