স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে জাতীয় কাবাডি (নারী ও পুরুষ) এর ব্রহ্মপুত্র জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহীদ মারুফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র জোনের ৮টি জেলার নারী ও পুরুষ উভয় দলের খেলায় টাঙ্গাইল জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলের খেলায় রানার্স আপ হয়েছে জামালপুর দল এবং পুরুষ দলের খেলায় রানার্স আপ হয়েছে ময়মনসিংহ দল।
খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।