
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দাইন্যা ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়নের মহিলা দলনেত্রী হাওয়া বেগমের বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মহিলা দলের আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা দল নেত্রী হাওয়া বেগমের সভাপতিত্বে ও দাইন্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম। মহিলাদল নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, এলি আক্তার, খাদিজার আক্তার ইমু, কোহিনুর বেগম, আশা আক্তার প্রমুখ।
বৈঠক শেষে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।