স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে নাশকতার মামলার আসামি আলম শেখকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত গাবসার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়। আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের ফজলুল শেখের ছেলে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আলম শেখকে গ্রেফতার করতে শনিবার (২৩ আগস্ট) রাতে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় তিনি পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে চার পুলিশ সদস্য আহত হয় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রোববার (২৪ আগস্ট) সকালে গ্রেফতার আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।