
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজসহ একযোগে ৯টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। মারুফ ইসলাম সভাপতি ও আজমান আলীকে সাধারণ সম্পাদক করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত দলের প্যাডে তাদের কমিটির অনুমোদ দেন। সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আজমান আলী। ঘোষিত প্রতি কলেজ শাখা কমিটির নেতৃবৃন্দকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জুবাইদ হোসেন জয়, সহ-সভাপতি শাহিনু রহমান সোহান, ইয়ামিন হৃদয়, সিফাত আহমেদ, জিহাদ মিয়া, শাওন, আমিনুর মিয়া। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিলি সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর সরকার, সুজন সিকদার, সীমান্ত দাস, সাইমন হোসেন।
সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক সোনালী আক্তার মায়া, শাওন সিকদার জনি, দপ্তর-সম্পাদক রেদওয়ান ইসলাম রোহান, প্রচার সম্পাদক তানজিদ দেওয়ান, সহ-প্রচার সম্পাদক ফয়সাল, সদস্য জাকির সিকদার, জিহাদ মিয়া, সিফাত, রহমান, সাকিন মিয়া, মিরাজ আহমেদ, মামুন মিয়া, ইমন খান, জিহাদ ভূইয়া, তানজিল, সায়মন হোসেন, রোহান মিয়া, মিতু দাস।
মির্জাপুর উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাসির মিয়া, বংশাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদল সভাপতি সায়েম আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ, রাজাবাড়ি কলেজ ছাত্রদল সভাপতি মিঠুন সিকদার, সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, ভাওড়া স্কুল এন্ড কলেজ ছাত্রদল সভাপতি রবিন আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়েল মিয়া, নতুন কহেলা কলেজ ছাত্রদল সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক অন্নার্স, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদল সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ ছাত্রদল সভাপতি আজমান হোসেন, সাধারণ সম্পাদক সাবিদ মিয়া, মির্জাপুর মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সীমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রিতা আক্তারকে।
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মারুফ ইসলাম সাধারণ সম্পাদক আজমান আলীসহ ঘোষিত অন্য কলেজের সভাপতি ও সম্পাদকরা বলেন, গণতন্ত্র পূর্ণরুদ্ধারের আন্দোলন, সংগ্রাম সফল করে দেশ নায়ক ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর দেশ গঠনে ছাত্রদল বিগত দিনের ন্যায় আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা জানিয়েছেন।