সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে আছে এক নতুন দৃষ্টিনন্দন সেলফি কর্ণার। যেখানে লেখা রয়েছে “আমাদের ❤ কালিহাতী”। লেখা সাদা রঙের, মাঝখানে লাভ চিহ্ন ❤। যা চোখে পড়লেই মুহূর্তে হৃদয়ে স্পন্দন ছড়িয়ে দেয়। এটি কেবল একটি সেলফি কর্ণার নয়; এটি কালিহাতীবাসীর আত্মপরিচয়, গর্ব, ভালোবাসা এবং শেকড়ের এক আবেগঘন প্রকাশ। সকাল হলেই সাদা অক্ষরগুলো প্রথম রোদে জেগে ওঠে, যেন নতুন দিনের গান গাইছে। দুপুরের রোদে ঝলমল হয়ে পুরো প্রাঙ্গণকে নতুন প্রাণ দেয়। প্রতিটি পর্যবেক্ষক-ছোট, বড়, যুবক বা প্রবীণ-এই লেখা দেখেই যেন নিজের মাটির সঙ্গে অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় উপজেলার নামে সেলফি কর্ণার থাকলেও আমাদের কালিহাতী উপজেলায় কোনো সেলফি কর্ণার ছিল না। বিষয়টি আমি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম স্যারকে জানালে, তিনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখেন এবং কালিহাতী উপজেলা পরিষদে ‘আমাদের কালিহাতী’ নামে একটি সেলফি কর্ণার স্থাপন করেন।”
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, এই ফলক কেবল পরিচয়ের চিহ্ন নয়। এটি আমাদের ঐক্য, স্বপ্ন এবং ভালোবাসার প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম এই নাম উচ্চারণ করবে এবং হৃদয়ে মাটির টান অনুভব করবে। ফলকটির সামনে প্রতিদিন ভিড় জমে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে অনুভব করছে মুহূর্তটির আবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে “আমাদের ❤ কালিহাতী”। যা তরুণ সমাজে অনন্য উদ্দীপনা সৃষ্টি করেছে।
ইউএনও আরও বলেন, এটি শুধু একটি লেখা বা সেলফি কর্ণার নয়-এটি হলো কালিহাতীবাসীর হৃদয়ে জাগানো এক আবেগের ঢেউ। যা তাদের মাটির সঙ্গে গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। ছোট এই ফলকটি তাদের গর্ব, ইতিহাস এবং ভালোবাসার এক অবিস্মরণীয় চিহ্ন।