স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার কুশারিয়া বাজার বনিক সমিতির অফিস প্রাঙ্গণে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মামুনুর রহমান মিস্টার হোসেনকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয় ।
নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নের সার্থে আমাকে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন। তার জন্য আমি সকল ব্যাবসায়ীদের কাছে চিরকৃতজ্ঞ। আমি ব্যাবসায়ীদের যে কোন সমস্যায় আগেও তাদের সাথে থেকে কাজ করেছি।
ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করবো। ভবিষ্যৎ যেনো কুশারিয়া বাসস্ট্যান্ড বণিক সমিতির উন্নয়ন এবং ব্যবসায়ীদের সার্থে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি।