মমিনুল হক ॥
টাঙ্গাইলে শীল সমিতির (নর সুন্দর) প্রতিবন্ধি সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শীল সমিতির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা ও শহরে অবস্থিত সেলুনে কর্মরত শীলদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা শীল সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু শীল সমিতির সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।