স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে যুবদল নেতা শহীদ মীর মাহবুবুর রহমান বাবুর ৩০ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ও যুবদলের (ভারঃ) সদস্য সচিব নজরুল ইসলামে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শাহিদুল ইসলাম মনির প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দোয়াজানী জামে মসজিদ এর ইমাম মাওলানা আতোয়ার রহমান।
উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান বাবু বিগত ১৯৯৫ সালের (২৬ আগস্ট) সন্ত্রাসী হামলায় নিহত হন।