স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের চরগাবসারা নতুন হাটের পাশে কোষা নৌকা বাইচের আয়োজন করেন চরবাসী।
সকাল থেকেই বিভিন্ন চর এলাকার নারী-পুরুষ ও শিশুরা নদীর পারে উপস্থিত হয় নৌকা বাইট উপভোগ করতে। দর্শনার্থীরা আনন্দে মেতে উঠেন নৌকা বাইচ দেখে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নদী তীরবর্তী এলাকা। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা হতে আসা মাঝি-মাল্লারা তাদের নৌকা নিয়ে এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। দুই গ্রুপে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। মাঝি-মাল্লা ও দর্শনার্থীদের সরব কলোরবে প্রানবন্ত হয়ে উঠে যমুনা নদী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝি-মাল্লাদের হাতে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুল ভূঁইয়া এর সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধন করেন গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুজ্জামান (কাজী শাহীন)সহ অন্যরা।