
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে মনিং ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজনে শহরের স্টেডিয়াম পাড়ায় নতুন মাত্রা পেয়েছে। জেলার সাবেক জাতীয়, জেলা দল ও লীগের সাবেক ও বর্তমান ফুটবলার এবং সকালের ক্রীড়ামোদী সৌখিন ফুটবলারদের নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে মিনিবারে ৮টি দলের জমজমাট ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৭ আগস্ট) সকালে টুর্নামেন্টের এক নং গ্রুপের শেষ খেলায় অনুপমের দশর্নীয় গোলে মেঘনা দল জয়লাভ করেছে। তিন খেলায় টানা তিন জয়ের ফলে সর্ব্বোচ ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলায় উর্ত্তিন হয়েছে।
ঈদগাঁহ মাঠ ফুটবল এসোসিয়েশন আয়োজিত মনিং ফুটবল টুর্নামেন্টে বুধবার (২৭ আগস্ট) সকালে টুর্নামেন্টের এক নং গ্রুপের শেষ খেলায় অংশগ্রহণ করে মেঘনা দল বনাম সুরমা দল। খেলার শুরু থেকেই সুরমা দল একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। কিন্তু তাদের আক্রমনগুলো প্রতিপক্ষের গোলবারের কাছে এসে খেই হারিয়ে ফেলে। এভাবেই গোলশূণ্যভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে মেঘনা দলের দুই খেলোয়াড় পরিবর্তন হয়ে মাঠে নামেন স্টাইকার ইমতিয়াজ ও মধ্যমাঠে অনুপম। এরপরই মেঘনা দলের খেলার চিত্র পরিবর্তন হয়ে যায়। খেলায় মেঘনা দলের আক্রমনের মাত্রা বৃদ্ধি পায়। এক পর্যায়ে খেলা গোলশুন্য অবস্থায় শেষ দিকে গড়াতে থাকে। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে মেঘনা দলের খেলোয়াড় অনুপম আউট থেকে করা লম্বা শর্ট গোলবারে পড়ে। এ সময় সুরমা দলের গোলকিপার ফারুকের ভুলে বল জালে জড়িয়ে যায়। এতে করে মেঘনা দল (১-০) গোলে এগিয়ে যায়। এরপর আর কোন গোল না হওয়ায় মেঘনা দল খেলায় জয়লাভ করে পূর্ণপয়েন্ট লাভ করে।
এদিকে, কথায় বলে- কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এমন ঘটনাই ঘটেছে সুরমা দলের। সুরমা দল এই ম্যাচে শুধু ড্র করলেই সেমিফাইনালে উর্ত্তিন হতে পারতো। কিন্তু তাদের গোলকিপারের ভুলের কারণে তারা এই ম্যাচ হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। অপরদিকে গোল ব্যবধানে লৌহজং দল সেমিফাইনালে উর্ত্তিণ হয়েছে।
এক নং গ্রুপের পয়েন্ট তালিকা-
মেঘনা দল- ৩ খেলায়- ৩ জয়লাভ। পরাজয়- নেই। ড্র- নেই। গোল স্বপক্ষে- ২+১+১= ৪টি, গোল গ্রহণ-১টি, পয়েন্ট-৯ পায়।
লৌহজং দল- ৩ খেলায়- ১ জয়লাভ। পরাজয়- ১টি। ড্র- ১টি। গোল স্বপক্ষে- ২= ২টি, গোল গ্রহণ-১টি, পয়েন্ট-৪ পায়।
সুরমা দল- ৩ খেলায়- ১ জয়লাভ। পরাজয়- ১টি। ড্র- ১টি। গোল স্বপক্ষে- ১= ১টি, গোল গ্রহণ-১, পয়েন্ট-৪ পায়।
দুই দলের খেলোয়াড়রা হলেন- মেঘনা দল- ডাক্তার হায়দার আলী, ডাক্তার শরিফুল ইসলাম, ইফতেখারুল অনুপম, ডাক্তার আব্দুল্লাহ, আরিফ আকন্দ, সংগ্রাম, পবিত্র, আবু সুফিয়ান উজ্জল, হাবিবুর রহমান হাবিব, আল আমিন কাজী, ইমতিয়াজুল ইসলাম।
সুরমা দল- মোকাদ্দেস তালুকদার, নকিব, মাসুদ রানা-২, দুলাল, আতিকুর রহমান, আব্দুল আলীম, ইসমাইল হোসেন, গোলাম ফারুক, বিজয় কর্মকার, মজিবর রহমান, ছানোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ২নং গ্রুপের শেষ খেলায় অংশগ্রহণ করবে- ব্রহ্মপুত্র দল বনাম ধলেশ্বরী দল।