
স্টাফ রিপোর্টার ॥
শব্দ দূষণ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় এদিন অভিযান পরিচালিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। আইনশৃংখলা রক্ষার দায়িত্বে টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে চারটি যানবাহন থেকে মোট আট হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।