
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের নবগঠিত ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।
পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা দাবি জানান, বহিরাগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাতিল করতে হবে। তা না হলে পরবর্তীতে আমরা আরও কর্মসূচি নিয়ে মাঠে নামবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা তারিক মোল্লা, মাহিম, আশিক ও রেদুয়ান।
জানা যায়, গত (২৪ আগস্ট) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক শোভন মাহমুদকে বহিরাগত দাবি তুলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের ছাত্রদল নেতাকর্মীরা।