
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমিতির নিজস্ব ভবনে আয়োজিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বানিয়ারা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার মান উন্নয়নে সাফল্য অর্জনকারী ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।