
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা এখলাছ মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় উপজেলার ৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এবং ২টি বিলে ৩৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।