
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়িতে সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের উপ-পরিচালক আশেক পারভেজের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ ছাইফুল আলম।
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো- মাটি ও আবহাওয়া উপযোগী, স্থানীয় গ্রহণযোগ্য ফসলের শস্য বিন্যাস ভিত্তিক নিবিড় ও চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য ঘাটতি হ্রাসকরণ, নিরবিচ্ছিন্ন পুষ্টি সরবরাহ নিশ্চিতকরণ, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাণিজ্যিক কৃষি, উদ্যোক্তা তৈরি, মহিলাদের আত্মকর্মসংস্থান ও কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।
এই সভায় জেলার বীজ প্রত্যয়ন অফিসার, অতিরিক্ত উপ পরিচালক, জেলার ১২টি উপজেলার কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, বিএডিসি, বিএ.আর.আই ও জেলার বিভিন্ন উপজেলার ১০ জন উদ্যোক্তা কৃষক অংশগ্রহণ করেন।