
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বাস স্টেশনের ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলের বাধা সৃষ্টি ঘটানোর অপরাধে কয়েকটি দোকান মালিক জরিমানা করা হয়।
এছাড়াও টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপর যত্রতত্র পার্কিং করে রাখায় ব্যাটারি চালিত কয়েকটি অটো (ইজি বাইক) জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






