
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অর্থদন্ড দিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন এলাকায় বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, মনোহারী দোকানে মেয়াদ উত্তীর্ণ চানাচুর, কোমল পানীয় পণ্য সেভেন আপসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি চৌরাস্তা বাজারে অভিযান চালায়।
এ সময় আব্দুল আওয়াল নামের এক দোকানীকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় ধনবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।






