
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক এই ৯ আসামীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, নিয়মিত মালায় একজন, জিআর মামলায় ৭ জন এবং পুর্বের মামলায় একজনসহ মোট ৯ আসামী গ্রেফতার হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘ দিন পলাতক ছিল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ান্টে) থাকায় পুলিশ বুধবার (৮ অক্টোবর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






