
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় টাইফয়েট ভ্যাকসিন ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই টাইফয়েট ভ্যাকসিন টিকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশুরা টিকা দিতে পারবে।
রবিবার (১২ অক্টোবর) দেলদুয়ার উপজেলার শুভকী নূরে মদিনা ইসলামিয়া ক্যাডেট মাদরাসা, ডা. এফআর খান পাইলট ইন্সটিটিউট ও দেলদুয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ।
রোববার (১২ অক্টোবর) হতে শুরু হয়ে আগামী (১৩ নভেম্বর) পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই এক যোগে এ টিকা কার্যক্রম চলমান থাকবে।