
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সম্প্রতি বাগ্দান সম্পন্ন হয়েছে। তার হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি (অনার্স) এবং বিবিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম ও বার অ্যাট ল সম্পন্ন করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট ও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পলিটিক্যাল ফিলোসফি সম্পন্ন করেছেন। বর্তমানে নুসরাত খান ব্রিটিশ স্কুল অফ ল’-এর ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বিএনপি নেতা ইশরাক হোসেনের সাথে বাগ্দান সম্পন্ন হওয়া মেয়ের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে। ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। স্কলাস্টিকা স্কুল থেকে এ-লেভেল এবং ও-লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে।
বাগদান উপলক্ষে দুই পরিবার নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। ইশরাক হোসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাগদান শেষে দনিজের ফেসবুকে ব্যারিস্টার নুসরাত খান লিখেছেন, ‘আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাকার বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসেনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।’
তিনি আরও লেখেন, আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আগামী বছর উপযুক্ত সময়ে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।