
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম।
এ সময় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুর ফেরদৌস ও প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, মির্জাপুর উপজেলায় এক রাখ ৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হবে। রবিবার (১২ অক্টোবর) থেকে আগামী (৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলার ৫৬২ শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন দেওয়া হবে। যারা এ ই সময়ের মধ্যে টিকা নিতে পারবে না পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এবং স্বাস্থ্য উপকেন্দ্রসহ কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন নিতে পারবে ।